তৃতীয় দফার উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার কারণে দল থেকে ৫২ জনকে বহিষ্কার করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতারা তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এই দফায় ১৭ জন চেয়ারম্যান প্রার্থী, ২৬ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ৯ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে বলেও জানান রিজভী আহমেদ।
প্রসঙ্গত, এর আগে প্রথম ধাপে ৮২ জন ও দ্বিতীয় ধাপে ৬৪ জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। এর মধ্যে প্রথম ধাপের ভোটে বিএনপি থেকে বহিষ্কৃত ৭ জন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।