বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের সঙ্গে আগামী দিনের কর্মসূচি ঠিক করতে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৪ মে) বিকালে গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিকাল ৪টা ৪০ মিনিটে গুলশানে চেয়ারপারসন অফিসে গণঅধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠকে আরও অংশ নিয়েছেন—বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। আর গণঅধিকার পরিষদের নেতাদের মধ্যে রয়েছেন—সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, নূরে এরশাদ সিদ্দিকী, হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, রবিউল হাসান, তোফাজ্জল হোসেন প্রমুখ।
এর আগে, গত দুদিন ১২ দলীয় জোট, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে বৈঠক করে বিএনপির নেতারা। তার আগে গত মার্চে গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।