আগামী ২১ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত-কলম মার্কার প্রার্থী জাহাঙ্গীর কবির এর প্রধান নির্বাচনী সমন্বয়কের বিরুদ্ধে আনারস মার্কার প্রার্থী জেড.এম আজাদ খানের কেন্দ্র কমিটির আহবায়ককে হত্যার হুমকি অভিযোগ উঠেছে। আজ বিকেলে আনারস মার্কার প্রার্থী চাটখিল বাজারস্থ তার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আনারস মার্কার প্রার্থী জেড.এম আজাদ খান বলেন, নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে তার ও তার লোকজনের উপর বিভিন্ন রকমের হুমকি-ধুমকি আসতেছিল। এরই জের ধরে গতকাল বিকেলে তার নির্বাচনী প্রতিপক্ষ জাহাঙ্গীর কবির এর প্রধান নির্বাচনী সমন্বয়ক ও চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদ শাকিল নির্বাচনী এলাকা চাটখিল পৌরসভার ০৪ নং ওয়ার্ড এর কেন্দ্র কমিটির আহবায়ক ফরিদ আহমদকে গতকাল বিকেলে ০৪ নং ওয়ার্ডস্থ মারকাজ মসজিদ এর সামনে সরাসরি হত্যার হুমকি দেন। এছাড়া নির্বাচনী এলাকার অন্যান্য ইউনিয়ন ও ওর্য়াড এর লোকজনদের সরাসরি ও মুঠোফোনে হুমকি দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় তিনি প্রধান রিটানিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।