দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা শাখার ক্বারী ও ছাত্র-ছাত্রীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
২৬ রমজান শনিবার হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা শাখার
দারুল ক্বিরাত পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল মতিন এর সভাপতিত্বে
হাফেজ ক্বারী জুবায়ের আহমেদের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র কেন্দ্রের নাজিম লেখক গবেষক অধ্যক্ষ ডঃমুহাম্মদ মইনুল ইসলাম পারভেজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ইসলাহ র সভাপতি মাওলানা মহিউদ্দিন এমরান। মিরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াহাব. প্রভাষক মাওলানা তৌফিকুল ইসলাম. ক্বারি আব্দুস সোবহান. ক্বারি হাবিবুর রহমান প্রমূখ।
মোহাম্মদ জাহিদ হাসানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গভর্নিং বডির সদস্য জনাব মোঃ আজাদ মিয়া, মোঃ আব্দুল হান্নান, হেলাল উদ্দিন,দারুল ক্বিরাত পরিচালনা কমিটির সদস্য মোঃ মনির উদ্দিন, মোহাম্মদ আব্দুল কাহারসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এলাকার দেশি ও বিদেশীদের আর্থিক সহযোগিতায় অত্র কেন্দ্রের সম্মানিত কারী সাহেবগণের মধ্যে হাদিয়া ও বিশুদ্ধ কুরআন শিক্ষার আসরে আগত প্রায় চার শতাধিক ছাত্র-ছাত্রীর মধ্যে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান শেষ লন্ডন প্রবাসী আলহাজ্ব আব্দুল আজিজ ও মীরপুর গ্রামের বাসিন্দা আব্দুল হক এর পক্ষ থেকে কেন্দ্রের শিক্ষক,ছাত্র-ছাত্রী ও এলাকাবাসির সম্মানে ইফতারের আয়োজন করা হয়। ইফতার পূর্ব
যারা আর্থিক সহযোগিতা করেছেন তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও মুর্দেগানদের রুহের মাগফেরাত কামনা বিশেষ মোনাজাত পরিচালনা করেন ক্বারী হাবিবুর রহমান।