জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কামরাখাই জয়নগর দাখিল মাদরাসার বিভিন্ন অনিয়ম তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেছেন মাদরাসা ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য মাছুম আহমদ রিপন।
গত ৩১ মার্চ ইউএনও বরাবরে অভিযোগে মাছুম আহমদ রিপন উল্লেখ করেন, মাদরাসার দুই শিক্ষকের মধ্যে ঘটে যাওয়া ও অপ্রীতিকর ঘটনা প্রসঙ্গে গত ২৯ ফেব্রুয়ারি মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আলোচ্য বিষয় না লিখে রেজুলেশনে আমার স্বাক্ষর গ্রহণ করা হয়। পরবর্তীতে একই মাদ্রাসার নতুন ম্যানেজিং কমিটি নির্বাচন সংক্রান্ত আলোচনা সভা দেখানো হয়। আমি সরল বিশ্বাসে রেজুলেশন না লিখা অবস্থায় স্বাক্ষর প্রদান করি। গত ৯ মার্চ শিক্ষক রবিউল হাসানের বিষয়ে সিদ্ধান্তের কথা বলে ম্যানেজিং কমিটির সভাপতি হাজী দবির উদ্দিন আমার বাড়িতে গিয়ে আমার কাছ থেকে রেজুলেশন বহিতে স্বাক্ষর নেন। এছাড়াও নিয়ম বহির্ভূতভাবে মাদ্রাসা সহকারী শিক্ষক রুমেনা বেগম ও লাইব্রেরিয়ান মাহবুব আলমকে শিক্ষক প্রতিনিধি করা হয়। মাদ্রাসার অভিজ্ঞ ও সিনিয়র শিক্ষককে বাদ দিয়ে লাইব্রেরিয়ান মাহবুব আলমকে শিক্ষক প্রতিনিধি করায় ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রোমেনা বেগম ও মাহবুব আলম দুই ভাই বোন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মাদ্রাসার সার্বিক উন্নয়নের স্বার্থে জরুরী ভিত্তিতে বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন অভিযোগকারী মাদ্রাসা ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য মাছুম আহমদ রিপন।