মো: বিপ্লব হোসেন। নাটোরের লালপুর ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। কিন্তু দীর্ঘ ১০ বছর ধরে কিডনি রোগে আক্রান্ত। মেধাবী এই শিক্ষকের পিতা মৃত সাবাজ মন্ডল ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য। তিনি উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে স্ত্রী ও ৫ বছরের এক পুত্র সন্তানকে নিয়ে বসবাস করেন।
পরিবারিক সূত্রে জানা যায়, নিয়মিতভাবে তার ডায়ালাইসিস সহ অন্যান্য চিকিৎসা করাতে প্রতিমাসে ৩০/৩৫ হাজার টাকা ব্যায় হয়। দীর্ঘদিন ধরে চিকিৎসা করাতে এই শিক্ষকের পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে। জরুরী ভিত্তিতে তার একটি কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। কিডনি প্রতিস্থাপন সহ অন্যান্য চিকিৎসা সহ ১৫/২০ লক্ষ টাকা প্রয়োজন। যা পরিবারের পক্ষে মেটানো সম্ভব নয়। এমতাবস্থায় সরকার ও সমাজের বিত্তবানদের পাশাপাশি সবাইকে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে মেধাবী এই শিক্ষকের পরিবার। বিপ্লব বর্তমানে রাজশাহীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় আছে। সাহায্য পাঠানোর ঠিকানা: মোঃ বিপ্লব হোসেন, সোনালী ব্যাংক লিঃ সঞ্চয়ী হিসাব নং: ৪৯০৮০৩৪১৬৮৭৫৬ , লালপুর শাখা, নাটোর। বিকাশ/ নগদ: ০১৭১১৩৩১৬৮৩.।