সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবনের কোল ঘেষা আহমদীয়া মুসলিম জামাতের মীরগাং এলাকায় আহমদীয়া মুসলিম জামাতের মসজিদ উদ্বোধন আজ শুক্রবার বিকাল ৪টা আছের নাজারের পর আল্লাহ তায়ালার অশেষ ফজলে আহমদিয়া মুসলিম জামাত মীরগাংয়ের দক্ষিণ হালকার মসজিদ “বায়তুল মাজিদ” এর শুভ উদ্বোধন হয়েছে আলহামদুলিল্লাহ। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমীর আলহাজ্ব মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী উপস্থিত ছিলেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা জামাতে আমীর সাহেব, সুন্দরবন জামাতের আমীর সাহেব এবং মুরুব্বি সাহেব, ভেটখালী জামাতের প্রেসিডেন্ট সাহেব এবং মুরুব্বি সাহেব, গনমাধ্যম কর্মী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।