আইন-শৃঙ্খলা ও যানবাহন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৭ অক্টোবর) সন্ধ্যায় খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন ও কাঁচা বাজার আড়ৎ মালিক সমিতির আয়োজনে আইন শৃঙ্খলার উন্নতি, মাদক কে না বলা ও সুষ্ঠু নিয়মন্ত্রান্তিক ভাবে আইন মেনে গাড়ী চালানো এবং সঠিক উপায়ে ব্যবসা পরিচালনা করার বিষয়ে গুরুত্ব আরোপ করে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সম্মিলিত দায়িত্ব পালনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ট্রাক চালক ও ব্যবসায়ীরা নিয়ম মেনে চললে শহরের যানবাহন চলাচল শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ হবে। তিনি মাদক ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার অঙ্গীকার করেন।
এছাড়াও, তিনি মোবাইল আসক্তি থেকে শিশুদের দূরে রেখে তাদের বই পড়ার আগ্রহ বাড়ানোর উপর জোর দেন। তিনি খুলনা নগরীকে স্বচ্ছ ব্যবসা, নিয়মমাফিক পরিবহন এবং নিরাপদ নাগরিকের স্থান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
“খুলনা নগরীকে আমরা এমন এক জায়গায় নিতে চাই যেখানে ব্যবসা-বাণিজ্য হবে স্বচ্ছ, পরিবহন চলবে নিয়মমাফিক, এবং নাগরিকরা থাকবে নিরাপদ।”
সভায় ইউনিয়ন ও সমিতির নেতৃবৃন্দ পুলিশ কমিশনারকে তাঁদের বিভিন্ন সমস্যা ও পরামর্শ তুলে ধরেন এবং যৌথভাবে সমাধানের আশ্বাস প্রদান করেন।
সভায় কেএমপি'র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায়, ট্রাক শ্রমিক ইউনিয়ন ও সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।