নড়াইলে বিসমিল্লাহ টেলিকম সার্ভিস লিমিটেড ভবনের একটি কক্ষে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
১১ (অক্টোবর) বিকাল আনুমানিক ৪টায় নড়াইল পৌরসভাস্থিত ৬নং ওয়ার্ডের কুড়িগ্রাম এলাকার (নিলু খানের বাড়ি সংলগ্ন) তন্ময় কুমার দাসের ভাড়া বাড়ির নিচতলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
ঢাকা থেকে পরিচালিত ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান “বিসমিল্লাহ টেলিকম সার্ভিস লিমিটেড”- নড়াইল জেলার ম্যানেজার মোঃ ইউসুফ খান বলেন, অত্যন্ত দুঃখের বিষয় আমাদের অনুপস্থিতিতে আমাদের অফিসের একটি কক্ষে রহস্যময় অগ্নিকান্ডের সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে। আমরা অফিসে এসে দেখতে পাই জানালা খোলা। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পরে এসে দেখি বিদ্যুৎ লাইন সচল রয়েছে। এ কক্ষে কোনো গ্যাস সিলিন্ডার নেই । এ অগ্নিকাণ্ড কিভাবে ঘটলো চিন্তার বিষয়। এমতাবস্থায় বিষয়টি নিয়ে বাড়ির মালিক কে নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরীভুক্তির জন্য আবেদন করতে যাই। থানায় গিয়ে জানতে পারি। নড়াইল জেলার বিসমিল্লাহ টেলিকম সার্ভিস লিমিটেডের নড়াইলের পরিচালক সাব্বির হোসেন থানায় অগ্নিকাণ্ডের একটি ডায়েরী করেছে।
ডায়েরীতে উল্লেখ্য, ই-নেশন ডট আইটি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের নামে। তিনি এ ডায়েরী করেন বাড়ির মালিক এবং আমাদের কে কোনরূপ না জানিয়ে। বিষয়টি কোম্পানির কতৃপক্ষ কে জানালে থানায় ডায়েরী করতে বলেন।
কিন্তু থানায় বাড়ির মালিক ও আমি ডায়েরী করতে চাইলে কর্তব্যরত ডিউটি অফিসার ডায়েরী নিতে অপারগতা প্রকাশ করেন।
বিষয়টি সাংবাদিকদের নজরে আসলে রহস্যময় অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, একটি ল্যাবটপ, একটি চেয়ার কিছু কেবলসহ কাগজপত্র পুড়ার নমুনা। সাব্বির হোসেনের ডায়েরী সূত্রে জানতে পারি যে, ই-নেশন ডট আইটি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের পক্ষে তিনি থানায় একটি ডায়েরী করে। এ ডায়েরীতে উল্লেখ্য, ভয়াবহ এ অগ্নিকান্ডে তার গোডাউনে থাকা মালামাল, অপটিক্যাল ফাইবার কেবল, ল্যাপটপ, কমিম্পউটার, এসি, রাউটার, অনু, পাওয়ার ক্যাবল সহ যাবতীয় ফর্নিচার ও অন্যান্য মালামাল সম্পূর্ণ রূপে ভস্মিভূত হয়।
এ বিষয়ে ফায়ারসার্ভিসের সাব এষ্টেশন অফিসার মো : কামরুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সূত্র পাত ঘটতে পারে বলে প্রথমিক ধারণা করছি। তিনি আরো বলেন সেখানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।