জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ১৭ সেপ্টেম্বর ২০২৫ , ১১:৪০:৩৫
আশাশুনিতে ০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করে থানা পুলিশে সোপার্দ করেছে স্থানীয় জনতা। আটককৃত ঐ যুবকের নাম মোঃ ওসমান গনি(১৯)। সে উপজেলার শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী গ্রামের মোঃ আবু সাঈদ সরদারের ছেলে।
থানা সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে কলিমাখালী গ্রামের স্থানীয় জনতা ওসমান গনি(১৯) নামের এ যুবককে আটক করে থানায় সংবাদ দিলে এসআই রাজীব মন্ডল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থানে গিয়ে ০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ঐ যুবককে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে আশাশুনি থানায় মামলা নং-১৩(৯)২৫ হয়েছে। আটককৃত যুবককে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।