নোয়াখালীতে স্পেন প্রবাসীদের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার সমূহের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
এই সময় বেগমগঞ্জ, সেনবাগ ও নোয়াখালী সদর উপজেলার সর্বমোট ১৪০ টি ক্ষতিগ্রস্থ পরিবারকে জন প্রতি পাচ হাজার টাকা করে নগদ ছয় লক্ষ নব্বই হাজার টাকা মানবিক উপহার হিসেবে প্রদান করা হয়।
বক্তব্যে অতিথিরা বলেন, প্রবাসীদের শ্রম ও কষ্টে অর্জিত অর্থ দেশের কল্যানে সবসময় কাজ করে গেছে। দেশের ক্লান্তি লগ্নে পাশে রয়েছেন। তাই বন্যায় অসহায় মানুষের মাঝে এইসব অর্থ বিতরণ করা হচ্ছে।
শনিবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর পাবলিক হল অডিটোরিয়ামে রামনগর শান্তি সংঘের প্রধান উপদেষ্টা ও জিরতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম লাভলুর সভাপতিত্বে রামনগর শান্তি সংঘের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্পেনের মাদ্রিদ বায়তুল মোকাররম জামে মসজিদের সভাপতি খুরশিদ আলম মজুমদার ও বৃহত্তর নোয়াখালী সমিতি স্পেন এর সভাপতি আবুল কাশেম মকুল।
এই সময় আরো উপস্থিত ছিলেন, রামনগর শান্তি সংঘের
সভাপতি মোহাম্মদ সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দাস, কোষাধ্যক্ষ সিফাত খাঁন আরিফ, সমাজকল্যাণ সম্পাদক ইয়াছিন আরাফাত আকাশ, প্রচার সম্পাদক মেহরাজ হোসেন অপু, ক্রীড়া সম্পাদক মোঃ শুভ, কার্যকরী সম্পাদক কামরুল হাসান নিলয় সহ আরো অনেকে।