দীর্ঘদিন ধরে ভারতের পূর্ব রাজ্যে মনিপুরে দুই টি জনগোষ্ঠীর জঙ্গিদের মধ্যে এলাকা দখল নিয়ে সঙ্ঘস চলছে। গতকাল মনিপুর রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মৈরেস্বাম কৈবর্ত সিং এর বাড়ি লক্ষ্য করে ড্রোন ছোড়ে কৈইমেত জনগোষ্ঠীর জঙ্গিরা। অন্যদিকে পূর্ব ইম্ফল এর একটি পুলিশের চৌকির উপর হামলা চালিয়েছিল কুকি জনগোষ্ঠীর জঙ্গিরা।
তাদের উদ্দেশ্য ছিল অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যাওয়ার। সেনাবাহিনী সে চেষ্টা ব্যার্থ করে দেন। মনিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী বিরেন সিং কেন্দ্রীয় বাহিনী চেয়ে মনিপুর রাজ্যের জাতি দাঙ্গা রুখতে হস্তক্ষেপ চেয়েছে। পূর্ব ইম্ফল এর বিষ্ণুপুর ও চূড়া চাঁদ এ এলাকা দখল নিয়ে কুকি জনগোষ্ঠীর জঙ্গিদের সঙ্গে কৈইতেই জনগোষ্ঠীর জঙ্গিরা লড়াই চালিয়ে যাচ্ছে।অসম রাইফেল ও ভারতের সামরিক বাহিনীর সদস্যরা এই দাঙ্গা রুখতে পারবে কি না বলা যাচ্ছে না। একদিকে মনিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী বিরেন সিং এর কেইমেই জনগোষ্ঠীর জঙ্গিরা ও অন্যদিকে নাগাল্যান্ড রাজ্যের আইজ্যাক মুইভা সমর্থন কারী জনগোষ্ঠী কুকি জনগোষ্ঠীর জঙ্গিরা। দুই জনগোষ্ঠীর জঙ্গিরাই নিজ নিজ এলাকা দখল নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে বহু দিন ধরে। গতকাল থেকে মনিপুর রাজ্যের বিভিন্ন এলাকায় গোলাগুলি শুরু হয়েছে, কোথাও গ্রেনেড হামলা এবং ড্রোন দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে জনগোষ্ঠীর জঙ্গিরা। বর্তমানে এই রাজ্যের উন্নয়ন থমকে রয়েছে। সেই সঙ্গে কবে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে তা সদুত্তর দিতে কেউ দিতে পারছে না।।
তারিখ 15,09,2024, রবিবার, সকাল সাড়ে দশটা।।