ছত্তিশগড় রাজ্যে র বিজপুর জেলার গভীর জঙ্গলে খবর পেয়ে অভিযান শুরু করে ডি জি এফ এবং ভারতের আধা সামরিক বাহিনীর সদস্যরা। এবং বিজপুর এর দান্তে ওড়াতে গভীর জঙ্গলে লুকিয়ে ছিল মাওবাদীদের একটি বড় দল। এবং সি আর পি এফ ও ডি জি বি সদস্যদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে মাওবাদীরা। পাল্টা গুলি চালায় সি আর পি এফ ও ডি জি বি সদস্যরা। চলে গুলির লড়াই। দীর্ঘ সময় ধরে চলতে থাকে গুলি গোলা। একসময় নিস্তব্ধ হয়ে যায় গোটা এলাকা।সি আর পি এফ ও বিজেডি সদস্যরা এড়িয়ে যায়। এবং গভীর জঙ্গলে পড়ে থাকতে দেখে যায় গুলিবিদ্ধ 9,জন মাওবাদীদের নিথর দেহ। বাকিরা পালিয়ে যায়। উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে ল্যান্ড মাইন ও অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র ও বারুদ।
চলতি বছরে প্রায় 158,জন মাওবাদী নিহত হয়েছেন সি আর পি এফ ও ভারতের আধা সামরিক বাহিনীর সদস্যদের হাতে। কয়েক মাস আগে মহারাষ্ট্র রাজ্যের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 12,জন মাওবাদী কে হত্যা করে ভারতের সামরিক বাহিনীর সদস্যরা। অন্যদিকে আজ ভারতের জম্বু ও কাশ্মীরের সুফিয়ান জেলায় ভারতের সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে জঙ্গিগোষ্ঠী সদস্যদের গুলি র লড়াইয়ে 2, জঙ্গি নিহত হয়েছেন এবং এক সেনা সদস্য আহত হয়েছেন। সামরিক বাহিনীর সদস্যরা পুরো এলাকা জুড়ে ঘিরে রেখেছে। চলছে চিরুনি তল্লাশি।।