সুনামগঞ্জ প্রতিনিধিঃ ২ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৩৫:৫৭
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের দ্বি বার্ষিক সম্মেলনে ইউনিয়নের কমিটি ঘোষণা করা হবে। এই কমিটিতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী সামসুল হকের প্রার্থীতা বাতিল করছে করা হয়েছে। তিনি তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি পদে ছিলেন। যে অভিযোগ তিনি সাংবাদিক সম্মেলনে তুলেছিলেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে সেই অভিযোগেই তার প্রার্থীতা বাতিল হয়।
সোমবার(০১ সেপ্টেম্বর) জরুরি বৈঠকে তার প্রার্থীতা বাতিল করা হয় বলে জানা গেছে। আর প্রার্থীতা বাতিলের সত্যতা নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার বাদল মিয়া ও সিনিয়র যুগ্ম কমিশনার জুনাব আলী।
জানা গেছে,মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে দ্বি বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে,শামছুল হক মেম্বার ২০০৮ সালে ধানের শীষের বিপক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এমনকি আওয়ামীলীগের বিভিন্ন প্রযায়ের নেতাদের সাথে তিনি ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
আওয়ামীলীগের আমলে তিনি আওয়ামীলীগের বিভিন্ন সভা সমাবেশে উপস্থিতির ছবি থাকার প্রমান সহ আওয়ামীলীগ থেকে বিভিন্ন ভাবে দীর্ঘ ১৬ বছর সুযোগ সুবিধা নেয়ার অভিযোগ প্রমানিত হওয়ায় তার প্রার্থীতা বাতিল করা হয়। এর পূর্ব তিনি গত শুক্রবার সুনামগঞ্জে একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করে একেই পদে আরেক প্রার্থীর বিরুদ্ধে আওয়ামিলীগের সম্পৃক্ততা উল্লেখ্য করেন। এক পর্যায়ে সুনামগঞ্জে পক্ষে বিপক্ষে সংবাদ সম্মেলনও হয়।
এর পর পরেই তার বিরুদ্ধে আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় থেকে গত ১৬ বছর নানা সুবিধা ভোগ করা শামছুল হক মেম্বারকে নিয়ে ফেসবুকে আওয়ামী নেতাদের সঙ্গে তোলা তার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশিত হয় বিভিন্ন আইডি থেকে। এতে স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে যাচাই বাছাই শেষে সম্মেলনের একদিন আগে জরুরি বৈঠকে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ধরনের বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হলে তা দলের ভাবমূর্তি নষ্ট হত বলে জানিয়েছেন বিএনপি নেতা কর্মীগন।
শামছুল হক মেম্বার নিজের বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেন এবং ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেওয়ার প্রসঙ্গ এড়িয়ে যান এবং বলেন,আমার বিরুদ্ধে অপপ্রচার।
আওয়ামীলীগ নেতাদের সাথে ছবি গুলো গুলো উপজেলা নির্বাচন ও বিভিন্ন সময়ে বিচার সালিশ শেষে শুভেচ্ছা বিনিময়ের সময় এসব ছবি তোলা হয়েছিল বলে দাবি করেন।
তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক,শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার মো বাদল মিয়া ও সহকারী কমিশনার ফারুক মিয়া জানিয়েছেন,শামছুল হক মেম্বার ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেয়া সত্যতা প্রমাণিত হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কোনো বিতর্কিত ব্যক্তিকে পদে রাখার কোনো সুযোগ নাই। একজনের প্রমান পাওয়ায় বাতিল করা হয়েছে। সম্মেলনের মাধ্যমে তারেক রহমান নির্দেশনা মেনে ত্যাগী ও জেল জুলুম মামলা হামলার শিকার হওয়া নেতা কর্মীদের মধ্য থেকেই নেতৃত্ব নির্বাচিত হবে।
সুনামগঞ্জ জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক বলেন,আওয়ামিলীগের সুবিধাভোগী ও বিতর্কিত কোনো ব্যক্তিই বিএনপির কোন কমিটিতে থাকার প্রশ্নই ওঠে না। কঠোর ভাবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং যারা ঐসব বিতর্কিতদের সহযোগীতা করবে প্রমান পাওয়া যায় তাদের বিরুদ্ধে দলীয় ভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনো ছাড় দেয়া হবে না।