বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুপুরে টিলা লাল মাটি কাঁটার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগাতিপাড়া ছাত্রদলের প্রস্তুতি সভা দ্রুত সময়ে গ্রেফতার। বেগমগঞ্জে যুবদল কর্মী খুনের দায়ে গ্রেফতার ৮। ড: আলী আহমদ রুবেল নামের এক নারী লোভীর বিরুদ্ধে প্ৰতারনা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ বেদখল হওয়া ইসলামী ব্যাংক পুণ:রুদ্ধার করেছে জামায়েত ইসলাম : ইসহাক খন্দকার মধুপুরে বন বিভাগ কর্তৃক বসতবাড়ি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার বাদি কৃষককে গভীর রাতে তুলে নিয়ে থানায় নির্যাতন। লালপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ডুমুরিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চন্দ্রগঞ্জে বকুল বেগম আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা

সুনির্মল সেন সভাপতি ও তুষার চৌধুরীকে সাঃ সম্পাদক করে বিএমএসএস এর সিলেট বিভাগীয় কমিটি গঠন

সিলেট প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৮১ Time View

দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিনিয়র রিপোর্টার সুনির্মল সেনকে সভাপতি ও দৈনিক ভাটি বাংলা পত্রিকার সম্পাদক তুষার চৌধুরীকে সাধারণ সম্পাদক করে “বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)” এর ৪৪ সদস্য বিশিষ্ট সিলেট বিভাগীয় কমিটি—২০২৪—২০২৫ অনুমোদন প্রদান করা হয়েছে।
এদিকে, “বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)” এর কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা এবং মহাসচিব মোঃ ছগীর আহমেদ স্বাক্ষরিত এক পত্রে সোমবার (১২ আগস্ট) সাংবাদিকদের স¦ার্থরক্ষাকারি এই প্রতিষ্ঠানের সিলেট বিভাগীয় কমিটির অনুমোদন প্রদান করেন।
“বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)” এর সিলেট বিভাগীয় কমিটির
পদবীধারি অনান্যরা হলেন—সিনিয়র সহ—সভাপতি : আইয়ুব আলী (ডেইলি পিপলস্ লাইফ), সহ—সভাপতি : চিনু রঞ্জন তালুকদার (দৈনিক গনমুক্তি), সহ—সভাপতি : এম.এ ওয়াহিদুল ইসলাম (দৈনিক জৈন্তাবাতার্), সহ—সভাপতি: মোঃ জয়নাল আবেদীন (দৈনিক ভোরের পাতা), সিনিঃ যুগ্ম—সাধারণ সম্পাদক: আজিজুর রহমান (দৈনিক একুশে সংবাদ),
যুগ্ম—সাধারণ সম্পাদক: দুলাল মিয়া (এশিয়ান টেলিভিশন), যুগ্ম—সাধারণ সম্পাদক: এম মখলিছ খান (সাপ্তাহিক সিলেটের পত্রিকা), সাংগঠনিক সম্পাদক: সৈয়দ সাইফুল ইসলাম —নাহেদ (দৈনিক বাংলাদেশ বুলেটিন), সিনিঃ সহ—সাংগঠনিক সম্পাদক: ফয়সল কাদির (দৈনিক মাতৃজগত), সহ—সাংগঠনিক সম্পাদক: বাবুল খান মুন্না (দৈনিক অগ্নিশিখা), সহ—সাংগঠনিক সম্পাদক: শহিদ আহমদ খান (দৈনিক সবুজ নিশান), দপ্তর সম্পাদক: মোশারফ হোসেন খান (দৈনিক বাংলাদেশ সমাচার), সহ—দপ্তর সম্পাদক: ফয়সল আহমদ (দৈনিক সুরমা মেইল), প্রচার সম্পাদক: রাজন আহমদ আরিয়ান (দৈনিক সিলেট সমাচার), উপ—প্রচার সম্পাদক: জাহেদ আহমেদ (সবুজ প্রতিদিন), সহ—প্রচার সম্পাদক: মোঃ সোহরাব হোসেন (দৈনিক অপরাধ দমন), ধর্ম বিষয়ক সম্পাদক: তুহিনুর রহমান শাহজাহান (দৈনিক ভাঁটিবাংলা), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সম্পাদক: শাহিন আলম (চ্যানেল এস), ক্রীড়া সম্পাদক: মুছা মিয়া (দর্পণ টিভি), মহিলা বিষয়ক সম্পাদক: ফারজানা আক্তার (দৈনিক সংগ্রাম প্রতিদিন), নির্বাহী সদস্য: ফয়ছল মাহবুব (দৈনিক প্রাইভেট ডিটেকটিভ), নির্বাহী সদস্য: ফুজায়েল আহমদ (দৈনিক জাগ্রত কন্ঠ), নির্বাহী সদস্য: এনাম উদ্দিন সামি (দৈনিক জাগ্রতকন্ঠ), নির্বাহী সদস্য: নজরুল ইসলাম সজিব (দৈনিক অপরাধ দমন), নির্বাহী সদস্য: মোঃ রোহেল উদ্দিন (প্রেস.নেট), নির্বাহী সদস্য: মোঃ নাজমুল চৌধুরী (নিউজ এ ২৪ ডটকম), নির্বাহী সদস্য: ফারুক মিয়া (দৈনিক বাংলাদেশ সমাচার), নির্বাহী সদস্য: ইশতিয়াক আহমদ লিমন (দৈনিক জাগ্রতকণ্ঠ), সদস্য: মোহাম্মদ হানিফ (দৈনিক গণমুক্তি), সদস্য: মোঃ কামরুল হাসান (দৈনিক নববাণী), সদস্য: মোঃ সবুজ মিয়া (দৈনিক আমার বার্তা), মোহন আহমদ (দৈনিক আশ্রয় প্রতিদিন), সদস্য: শামসীর হারুনুর রশীদ (মাসিক বাংলা নিউজ), সদস্য: রায়হান আহমদ (দৈনিক জকিগঞ্জের ডাক, সদস্য: ফয়জুল আলী শাহ (দৈনিক আশ্রয় প্রতিদিন, সদস্য: বিজয় শাহা (দৈনিক অপরাধ দমন), সদস্য: ফারুক আহমদ চৌধুরী (সাপ্তাহিক বাংলার মাটি, সদস্য: ফখরল ইসলাম (দৈনিক ঢাকা টাইমস্), সদস্য: হাফিজুল ইসলাম (দৈনিক বিকাল বার্তা), সদস্য: মোঃ নিজাম উদ্দিন (দর্পন টিভি), সদস্য: মোঃ রনি মিয়া (চ্যানেল ২০), সদস্য: জোসেফ আলী (দৈনিক নয়া বঙ্গবাজার) ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102