মুক্ত বন্দী
সুব্রত কুমার
যেহেতু তুমি মুক্ত-ই আছো
এসো বন্দী হও!
মুক্তির স্বাধ তুমি তবেই পাওয়ার অধিকার রাখো।
আর আমি যেহেতু তোমার রুপের মুগ্ধতার কাছে বন্দি হয়ে আছি,
সেহেতু আমারও অধিকার করার অধিকার আছে তোমার কাছে মুক্তি পাওয়ার!
আমিওতো মুক্তির দাবীদার! তাইনা?
এসো ভালোবাসাবাসি করতে করতে দু’জনে এতটা প্রেমের গভীরে পৌঁছে যাই যে-
প্রেমের যতটা গভীরে গেলে ঘৃনা জন্মায় পরস্পর পরস্পরের প্রতি!!