মোস্তাফিজুর রহমান মোস্তফা, লালমনিরহাট প্রতিনিধি: ১৮ সেপ্টেম্বর ২০২৫ , ৬:৪১:২১
লালমনিরহাটের হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের সার্বিক প্রস্তুতি ও শৃঙ্খলা নিয়ে অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ২:৩০টায় স্কুলের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত এক অভিভাবক আবেগঘন বক্তব্যে বলেন, “আমি নিজে এই স্কুলের ছাত্র ছিলাম, আমার মেয়ে এই স্কুল থেকে পড়াশোনা শেষ করেছে এবং এখন আমার ছেলে এই স্কুলে পড়ছে। এই স্কুলের সঙ্গে আমার আত্মার সম্পর্ক।”
সভায় শিক্ষার্থীদের ফলাফল, আচরণ, মোবাইল ফোন ব্যবহার, সময় ব্যবস্থাপনা, এবং ভালো ফলাফলের জন্য করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে সবাই বিদ্যালয়ের মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।