মোস্তাফিজুর রহমান মোস্তফা, লালমনিরহাট প্রতিনিধি: ২৯ আগস্ট ২০২৫ , ৭:১৭:২৮
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জীবনযাত্রার মান উন্নয়ন ও পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি ও গবাদিপশুর খাদ্যের অভাব মেটানোর অংশ হিসেবে বৃহস্পতিবার দিন ব্যাপি নানা উদ্যোগ গ্রহণ করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিয়ার তত্ত্বাবধানে পরিচালিত এসব কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিভিন্ন রাস্তার ধারে পতিত জায়গায় উন্নত জাতের নেপিয়ার ঘাস রোপণ করা হয়।
উপজেলার বিভিন্ন পরিবেশবান্ধব কাজের অংশ হিসেবে রোপণ করা হয়েছে “নেপিয়ার” ঘাস। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন—এসব ঘাস পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং সাধারণ মানুষকে সবুজের ছায়া দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়রা জানান—এই উদ্যোগে শুধু রাস্তার সৌন্দর্যই বাড়বে না, পাশাপাশি মানুষও উপকৃত হবে ও গবাদীপশুর খাদ্যের অভাব মিটানো যাবে প্রকৃতি পবে নতুন রুপ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শামীম ইয়াছমিন, প্রকল্প কর্মকর্তা উত্তম নন্দী সহ গন্যমান্য ব্যাক্তি বৃন্দ।