জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধিঃ ১৯ অক্টোবর ২০২৫ , ৪:২০:৩৮
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ভোমরা পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ. এম. রহমাতুল্লাহ পলাশ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা–২ আসনের সাংগঠনিক টিম প্রধান ড. মো. মনিরুজ্জামান, জেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম, প্রভাষক আতাউর রহমান ও হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে সাহানুর রহমান, সাধারণ সম্পাদক পদে সাবেক ইউপি সদস্য বজলুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে আমিরুল ইসলাম নির্বাচিত হন।