দেশজুড়ে

সাতক্ষীরায় ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রয়ে টাস্কফোর্স অভিযান

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ২৯ আগস্ট ২০২৫ , ৬:০২:০৫

মানুষের স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রি বন্ধে সাতক্ষীরায় যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন, বিজিবি, ঔষধ প্রশাসন ও পুলিশ।

বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে সাতক্ষীরা সদর উপজেলার বাদামতলা এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হকের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতেই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম। এ সময় ৩৩ বিজিবির পক্ষ থেকে সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুমের নেতৃত্বে ২০ জন সদস্য, ঔষধ প্রশাসনের পরিদর্শক মো. বাশারাফ হোসেন এবং পুলিশের ৫ সদস্য উপস্থিত ছিলেন।

অভিযানে মেসার্স মাহমুদপুর ফার্মেসির মালিক মো. আলি হাফিজকে ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ এর ৪০ (গ) ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, জনস্বাস্থ্য রক্ষায় বিজিবির এই অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয় জনসাধারণ। তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।

আরও খবর