মোস্তাফিজুর রহমান মোস্তফা, লালমনিরহাট প্রতিনিধি: ৪ সেপ্টেম্বর ২০২৫ , ১:২৫:৫০
লালমনিরহাটের হাতীবান্ধায় বাস চাপায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। মো. ইসমাম নামের ওই শিক্ষার্থী উপজেলার সিংগীমারি গ্রামের নুরুজ্জামানের ছেলে। সন্ধ্যায় লালমনিরহাট–বুড়িমারী মহাসড়কের দিঘীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় বুড়িমারী থেকে ঢাকাগামী ফাহমিদা এক্সপ্রেস নামের একটি নৈশকোচ চাপা দিলে ঘটনাস্থলেই ইসমাম মারা যায়। দুর্ঘটনার কারণে ওই মহাসড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।