টপ টেন

মৌলভীবাজারে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

  মৌলভীবাজার প্রতিনিধি: ৮ সেপ্টেম্বর ২০২৫ , ৫:৫০:১২

মৌলভীবাজারে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে কোর্ট রোড নিবাসী মাহফুজা আলমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা গত ২৪ আগস্ট সংঘটিত প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, পরিকল্পিত এ হামলা মৌলভীবাজারের শান্তিপ্রিয় মানুষের জন্য গভীর উদ্বেগের কারণ। সচেতন সুশীল সমাজ মৌলভীবাজারের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। উল্লেখ্য, এ ঘটনায় ইতোমধ্যেই মৌলভীবাজার জেলা আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর