মোঃ সেলিম উদ্দিন খাঁন, চট্টগ্রাম প্রতিনিধি: ৩১ আগস্ট ২০২৫ , ৮:১৫:২৪
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায়,দোহাজারী হাইওয়ে সড়কে দুর্ঘটনা প্রতিরোধ ও শৃঙ্খলা ফেরাতে অবৈধ ও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে কাজ করছে দোহাজারী হাইওয়ে পুলিশ। সড়কে ফিটনেস বিহীন, রেজিস্ট্রেশন বিহীন, রুট পারমিট বিহীন যানবাহন ও অবৈধ থ্রি হুইলার সিএনজি অটোরিকশা’র বিরুদ্ধে মামলা ও আটক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন হাইওয়ে পুলিশ। গত ৩০ আগস্ট ও ৩১ আগস্ট বিকালে দোহাজারী হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মাহবুব আলমের নেতৃত্বে সার্জেন্ট শাহেদুল কবির মিনার, সার্জেন্ট জিয়াউদ্দিন মজুমদার,এস আই মহিউদ্দিন ভুঁইয়া, এটিএসআই মতিউর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করছেন। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে, সড়ক দুর্ঘটনা রোধে বিগত বেশ কয়েকদিন ধরে এ অভিযান চালানো হচ্ছে এবং ৬০ টি অবৈধ যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি মাহবুব আলম। মুলতঃ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে যার জন্য বহুলাংশে দায়ী থ্রী হুইলার সিএনজি অটো রিকশা, ব্যাটারী চালিত অটোরিকশা, যাহা বীরদর্পে মহাসড়কে নির্দ্বিধায় চলাচল করছে, সরকারী নির্দেশনা অনুযায়ী ফিটনেস বিহীন সকল প্রকার অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। জানা যায়, চন্দনাইশ রওশন হাট বিজিসি ট্রাস্ট হতে চুনতি জাঙ্গালিয়া পর্যন্ত প্রায় ৪৩ কি.মি. বিস্তৃত এলাকায় দোহাজারী হাইওয়ে পুলিশের আওতাধীন উপরোল্লেখিত বিশাল এলাকায় কোন না কোন অংশে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে । সরকারী গাড়ী নস্ট হয়ে যাওয়াতে প্রতিদিন লক্কর ঝক্কর মার্কা লেগুনাতে কিংবা পুরানো ভাঙা ছোঁড়া মাইক্রোবাসে করে ঘটনাস্থলে পৌঁছাতে নানান দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরকারী গাড়ী গুলো সম্পুর্ন নস্ট,ঠিক করার ও কোন জো নেই বর্তমানে। এই বিষয়ে উর্ধতন কতৃপক্ষ কে বারবার বলা হলেও কার্যকর কোন পদক্ষেপ নেয়া হয়নি বলে জানা যায়।