দেশজুড়ে

খুলনার শিপইয়ার্ডের পা‌শে নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

  কাজী আতিক, খুলনা প্রতিনিধি: ২৪ সেপ্টেম্বর ২০২৫ , ১:০৬:৩৫

খুলনা শিপইয়ার্ডের এক নম্বর জেটির পাশে নদীর তীরে অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লাশ দেখতে পেয়ে শিপইয়ার্ড কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।

জেটির কর্তব্যরত সিকিউরিটি গার্ড জানান, খুলনা শিপইয়ার্ডের এক নম্বর জেটির পাশে নদীর তীরে অজ্ঞাত ব্যক্তির (পুরুষ) লাশ ভেসে ওঠে। লাশটি দেখার পর তিনি শিপইয়ার্ড কর্তৃপক্ষকে অবহিত করেন। পরবর্তীতে শিপইয়ার্ড কর্তৃপক্ষ লবনচরা থানা পুলিশকে অবগত করে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ টিমকে তলব করা হয়েছে। লাশের কিছু অংশে পচন ধরেছে। নিহত যুবকের পরনে শুধু একটি সাদা পায়জামা ছিল।

লবনচরা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হোসেন মাসুম জানান, লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে নেওয়া হয়েছে।

আরও খবর