পায়েল হোসেন রিন্টু, নিজস্ব প্রতিনিধিঃ ৭ সেপ্টেম্বর ২০২৫ , ৪:৩৩:০৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে রূপপুর বিবিসি বাজারে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯০’র স্বৈরাচার এরশাদ পতনের গণঅভ্যুত্থানের মহানায়ক, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোঃ মকলেছুর রহমান বাবলু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম তুহিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকশী ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন আলম।
এছাড়া অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন।
সমাবেশে বক্তারা দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।