দেশজুড়ে

কালিয়াকৈর উপজেলা আটাবহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

  শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ ৭ অক্টোবর ২০২৫ , ১০:২০:৩৩

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিকল্পে সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীকে নির্বাচনের প্রচার প্রচারণা করার জন্য সবাইকে আহবান কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকেলে জলিলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আল মামুন।
কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল।
প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চানমিয়া এবং পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন।
সমাবেশে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আরও খবর

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএ’র উদ্যোগে রোড শো

জুলাই সনদসহ ৫ দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসককে জামায়াতের স্মারকলিপি

ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ৪৭১

ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ টেকনাফ থানার ওসির

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।