কেউ কেউ পারে কেউ কেউ পারে না
— সুব্রত কুমার
এক মুটকি বিষ এবং একটা নরম প্রজাপতি যেমন ভালোবেসে সংসার সাজাতে পারে না,
যেমন সহজে পারে না পিতা এবং পুত্র কোন বিষয়ে সিদ্ধান্তের মতৈক্যে পৌঁছাতে!
প্রেমের মূরতি যেমন পারে না চিরস্থায়ী হতে!
আগুন পারে না জোড়াতে,
পানি পারে না পোড়াতে!
কেউ কেউ ভুলে যেতে পারে না,
কেউ কেউ পারে না মনে রাখতে!
কেউ কেউ যেমন অনেক কিছুই পারে,
কেউ আবার কিছুই পারে না!
তেমন করেই কেউ কেউ করতে পারে মিথ্যে মায়ার ছলনা,
কেউ কেউ পারে না….!