জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৫ , ১১:৪৫:৫৭
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে জেলা বিএনপির দুই প্রভাবশালী নেতার মধ্যরাতের বৈঠক।

দলের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ এবং বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া সাবেক যুবদল নেতা ও সাতক্ষীরা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব নাসিম ফারুক খান মিঠু- এই দুই নেতাকে একই প্লাটফর্মে দেখা যাওয়ায় জেলা শহরের বিভিন্ন মহলে তুমুল আলোচনা চলছে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) দিবাগত রাত ১১ টার দিকে শহরের আলিপুর চেকপোস্ট এলাকায় আলহাজ্ব আব্দুর রউফের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন- দৈনিক যুগের বার্তা পত্রিকার সম্পাদক-প্রকাশক ও বিশিষ্ট ব্যবসায়ী আবু নাসের মোঃ আবু সাঈদ, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, ব্যবসায়ী মোঃ সুমন হোসেন, যুবদল নেতা উজ্জল কুমার সাধু, যুবনেতা সাফিন আরমান খান, আব্দুল্লাহ আল সিয়াম, সামির শোয়েব রাদমির প্রমুখ।
বৈঠকের আনুষ্ঠানিক কোনো এজেন্ডা প্রকাশ না পাওয়া গেলেও রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে- এটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভ্যন্তরীণ সমন্বয়, ঐক্য সুদৃঢ়করণ ও মাঠ পর্যায়ের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রাজনৈতিক বোদ্ধারা বলছেন, জেলার দুই শীর্ষ নেতার এই বৈঠক বিএনপির ওপর চাপা থাকা অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসন এবং ঐক্যবদ্ধ প্রচারণার দিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি নির্দেশ করে। এর আগে গত সপ্তাহেও মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির অপর দুই নেতার মধ্যে ঐক্যমতের ঘোষণা আসে। সব মিলিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন- সাতক্ষীরা-০২ (সদর–দেবহাটা) আসনে বিএনপির একের পর এক সমন্বয় ও সৌহার্দ্যপূর্ণ তৎপরতা তাদের নির্বাচনী বিজয়ের সম্ভাবনাকে আরও শক্তিশালী করে তুলছে।
বৈঠক শেষে দুই নেতার কারো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই এটিকে সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের ইতিবাচক সিগন্যাল’ হিসেবে দেখছেন।
মধ্যরাতের এই আকস্মিক বৈঠক নিঃসন্দেহে সাতক্ষীরা-০২ আসনে নির্বাচনী মাঠের সমীকরণকে আরও জটিল ও আকর্ষণীয় করে তুলেছে। আগামী সপ্তাহগুলোতে এই সমীকরণের ফল কীভাবে প্রতিফলিত হয়- তা এখন সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গনের প্রধান আলোচ্য বিষয়।


















