টপ টেন

পারুলিয়ায় নির্বাচনী জনসভা না করে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করলেন আলহাজ্ব আব্দুর রউফ

  জিয়াউল ইসলাম জিয়া,বিশেষ প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৫ , ১২:২৫:১৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারর্সন সাবেক প্রধানমন্ত্রী,গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২আসন (সাতক্ষীরা সদর-দেবহাটা) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ এর নির্বাচনী জনসভার পরিবর্তে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১ ডিসেম্বর) বিকালে পারুলিয়া রায়হান চত্বরে দেবহাটা উপজেলা বিএনপির আয়োজনে পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানার সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২আসন (সাতক্ষীরা সদর-দেবহাটা) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ আমার মন খুবই খারাপ। অনেক ভারাক্রান্ত হৃদয়ে আমি দিন অতিবাহিত করছি। আমার নেত্রী আমার মা তিনি আজ খুবই অসুস্থ। মহান আল্লাহ তাকে সুস্থতা দান করুক। জাতীয়তাবাদী দল বিএনপি’র কঠিন সময়েও তিনি এদেশ এবং দেশের মানুষকে ভালোবেসে দেশ ছেড়ে যাননি। এখন বিএনপি সুদিন আসছে। হে আল্লাহ তুমি আমার আপোষহীন নেত্রীকে সুদিন দেখার জন্য বাঁচিয়ে রাখো।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপি’র সাবেক সমন্বয়ক মো. হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম, ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের পৌত্র সামির শোয়েব, পৌত্র আব্দুল্লাহ সিয়াম, সদর থানা যুব দলের আহবায়ক নজরুল ইসলাম, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন প্রমুখ।

এসময় জেলা, উপজেলা, পৌর, ছাত্রদল যুবদল, কৃষক দল, তাঁতী দল ও শ্রমিকদল সহ দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়ন এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপিসহ অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আব্দুস সাত্তার।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পারুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হাসান শরাফী।

আরও খবর

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা উদ্বোধন

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দুঃসময়ের আস্থা অর্জনকারী মোঃ শহীদুজ্জামান খোকনের নেতৃত্ব চায় কুষ্টিয়া জেলা বিএনপি

বাস্তুহারায় উচ্ছেদ অভিযানে সংঘর্ষের ঘটনায় ২ মামলা, আসামি ৫০০

নিরাপদ ও সুপেয় পানির জন্য পিএসএফ সংষ্কারের বিষয়ে আলোচনা সভা

সাতক্ষীরার বাইপাসে ট্রাক-আলমসাধু সংঘর্ষে মারাত্মক আহত-২