টপ টেন

নলতায় জামায়াতের উদ্যেগে আলহাজ্ব আনারুল ইসলামের সুস্থ্যতা কামনায় দোয়া

  আশরাফ হুসাইন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৫ , ৫:২৮:৪৭

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার বিশিষ্ট সমাজসেবক ও মৎস ব্যবসায়ী আলহাজ্ব আনারুল ইসলামের সুস্থ্যতা কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নলতা ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় নলতা ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে এই দোয়া অনুষ্ঠিত হয়।

নলতা ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আকবর হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী হাবিবুল্লা’র সঞ্চালনায় উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার সূরা সদস্য ও তালিমুল কোরআন বিভাগের পরিচালক মাওলানা কাজী মুজাহিদুল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা: আজিজুল ইসলাম মাওলানা আশরাফ হোসেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের দায়িত্বশীল রফিকুল ইসলাম রেজা, সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল হান্নান, শাহ সিদ্দিক, নাসির উদ্দিন, সোহেল রানা ও ডা: সালাউদ্দিন আহমেদ প্রমুখ।

এসময় নলতার বিশিষ্ট সমাজসেবক ও মৎস ব্যবসায়ী আলহাজ্ব আনারুল ইসলামের স্ট্রোকজনিত হার্ট সার্জারি সফল এবং দ্রুত সুস্থ্যতায় দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, আলহাজ্ব আনারুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরও খবর

পারুলিয়ায় কালী পূজায় ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এত মধু চট্টগ্রাম জেলা প্রশাসনে, দীর্ঘদিন ধরে গেড়ে বসা অসাধু কিছু কর্মচারীর দুর্নীতি

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান

লালমনিরহাটের হাতীবান্ধা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত-২: আহত-১

মুজগুন্নি বাস্তুহারা কলোনিতে সংঘর্ষ: ‘পাক হানাদারদের কায়দায় হামলা’