দেশজুড়ে

ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ টেকনাফ থানার ওসির

  মো. সেলিম উদ্দিন খাঁন, চট্টগ্রাম ব্যুরোঃ ১৯ অক্টোবর ২০২৫ , ১০:৪১:২৮

কক্সবাজারের টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নূর তাঁর নামে প্রকাশিত একটি সংবাদকে “সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেছেন। গত ১৮ অক্টোবর (২০২৫) তারিখে দেশের একটি অনলাইন নিউজ পোর্টাল ‘টেলিগ্রাম নিউজ’–এ “৩ লাখ টাকার বিনিময়ে ইয়াবা কারবারিকে এসি গাড়ির ব্যবস্থা করলেন টেকনাফ ওসি” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনকে কেন্দ্র করে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ওসি আবু জায়েদ মো. নূর বলেন, “গত শনিবার কক্সবাজার বিজ্ঞ আদালতে মোট আটজন আসামিকে প্রেরণ করা হয়। তাদের মধ্যে একজন নারী ও সাতজন পুরুষ আসামি ছিলেন। পুরুষ আসামিদের মধ্যে একজন ১০ বছরের সাজাপ্রাপ্ত এবং অপরজন ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি ছিলেন। প্রথমে লেগুনাযোগে তাদের পাঠানো হয়। পরে সার্বিক নিরাপত্তা ও আসনসংকুলান না থাকায় বাধ্য হয়ে মহিলা পুলিশসহ মহিলা আসামিকে অন্য একটি গাড়িতে পাঠানো হয়।” তিনি আরও বলেন, “এই ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার নামে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য, মনগড়া ও একটি কুচক্রী মহলের অপপ্রচার। এটি আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা ছাড়া কিছু নয়।” ওসি নূর জানান, তিনি ও থানার কর্মরত পুলিশ সদস্যরা ওই সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং এর মাধ্যমে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি বিবেচনা করছেন। প্রকাশিত সংবাদ সম্পর্কে তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান— “যে কোনো সংবেদনশীল সংবাদ প্রকাশের আগে যাচাই-বাছাই করে সত্যতা নিশ্চিত করা উচিত, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি বা প্রতিষ্ঠান অযথা ক্ষতিগ্রস্ত না হয়।

আরও খবর