ডিসেম্বরের ২১ দিনে প্রবাসী আয় এসেছে দুইশ’ কোটি ৭২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার বা দুই বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৪ হাজার ৮৬ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)।
সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ প্রবাসী আয় এটি।
রোববার (২২ ডিসেম্বর) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
তথ্য অনুযায়ী, ডিসেম্বরের ২১ দিনে প্রতিদিন এসেছে ৯ কোটি ৫৫ লাখ ৮২ হাজার ৩৮০ ডলার। ডিসেম্বর মাসে প্রবাসী আয়ের নতুন মাত্রা যোগ করলো। কারণ, ২১ দিনের মধ্যে প্রতিদিন যে প্রবাসী আয় এসেছে সাম্প্রতিক সময়ে এমন প্রবাহ লক্ষ্য করা যায়নি। আগের মাস নভেম্বরে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল সাত কোটি ৩৩ লাখ ১৭ হাজার ডলার। আর আগের বছরের ডিসেম্বরে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৬ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ৩৩৩ ডলার।
তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, ডিসেম্বরে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬১ কোটি ৩১ লাখ ডলার। রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত কৃষি ব্যাকের মাধ্যমে এসেছে ৭ কোটি ৭৩ লাখ ৫০ হাজার ডলার। সব বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩১ কোটি ১৬ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ লাখ ৬০ হাজার ডলার।
একক ব্যাংক হিসাবে ডিসেম্বরের প্রথম ২১ দিনে সর্বোচ্চ প্রবাসী আয়এসেছে ইসলামী ব্যাংক -এরমাধ্যমে ২৭ কোটি ৫৪ লাখ ২০ হাজার ডলার। দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে বেসরকারি ব্র্যাক ব্যাংক -এরমাধ্যম ১৫ কোটি ৯৩ লাখ ৯০ হাজার ডলার।