জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ৮ অক্টোবর ২০২৫ , ১০:৩৬:৪৬
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় মদসহ প্রায় ৮ লক্ষ ৬৮ হাজার ৬০০ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (০৮ অক্টোবর) দিনব্যাপী সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ ভোমরা, কুশখালী, তলুইগাছা, কালিয়ানী, বৈকারী, কাকডাঙ্গা এবং চান্দুরিয়া বিওপি (বর্ডার আউট পোস্ট) সমূহের দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার তেতুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
এছাড়া কাকডাঙ্গা বিওপির দল ভাদিয়ালী এলাকা থেকে ৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় ঔষধ, ভোমরা বিওপি লক্ষীদাড়ি এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকার ঔষধ, কুশখালী বিওপি শ্মশান এলাকা থেকে ৩০ হাজার টাকার ঔষধ, তলুইগাছা বিওপি চৌরঙ্গী এলাকা থেকে ৭৩ হাজার ৬০০ টাকার আগরবাতি,
কালিয়ানী বিওপি কালিয়ানী এলাকা থেকে ৭০ হাজার টাকার ঔষধ, বৈকারী বিওপি নতুনপাড়া এলাকা থেকে ৭০ হাজার টাকার ঔষধ, এবং চান্দুরিয়া বিওপি বরই বাগান এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।
সব মিলিয়ে মোট ৮,৬৮,৬০০ টাকার ভারতীয় মদ, ঔষধ ও বিভিন্ন চোরাচালানী পণ্য উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, চোরাকারবারীরা এসব ভারতীয় পণ্য শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পাচার করছিল। এসব অবৈধ পণ্য আমদানির ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।
উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া আটককৃত মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য সংরক্ষণে রাখা হয়েছে।
বিজিবি সূত্রে আরও জানা গেছে, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।