দেশজুড়ে

জয়পুরহাটে শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী

  আবু রায়হান, জয়পুরহাট প্রতিনিধি: ৭ অক্টোবর ২০২৫ , ৯:৪৪:১৩

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদ এঁর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জয়পুরহাটে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা কালচারাল অফিসার (দায়িত্বপ্রাপ্ত) উজ্জ্বল বাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, জয়পুরহাট সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবু রেজা মো. আমিনুর রহমান সুইট, নেসকো’র সহকারী প্রকৌশালী ইঞ্জিনিয়ার আদনান সাকিব, রামদেও বাজনা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, পুলিশ কর্মকর্তা মইনুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, জেলা এনসিপির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম কবীরজেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশসহ অন্যরা।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ই অক্টোবর দিবাগত রাতে ফেসবুকে ভারত বিরোধী একটি পোস্টের জের ধরে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) একদল নেতা-কর্মীর নির্মম নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। জানা যায়, আবরারকে ‘শিবির আখ্যা’ দিয়ে দুই দফায় দুটি কক্ষে নিয়ে মারধর করা হয়।

আরও খবর