দেশজুড়ে

বাগেরহাটে সাংবাদিক হায়াতকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

  কাজী আতিক, খুলনা প্রতিনিধি: ৪ অক্টোবর ২০২৫ , ১১:২৫:৫৫

বাগেরহাটে সাংবাদিক এসএম হায়াত উদ্দিনকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন। এদিকে এ ঘটনায় এখনো থানায় মামলা দায়ের হয়নি। এমনকি হত্যার সাথে জড়িতদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মানববন্ধনে বক্তৃতা করেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুদুল হক, সাংবাদিক এস.এম রাজ, আহাদ উদ্দিন হায়দার, হেদায়েত হোসেন লিটন, ইয়ামিন আলী, এইচএম মইনুল ইসলাম, মোল্লা আব্দুর রব, এস. এস শোহান, মিরনুজ্জামান, এসএস সাগর, কামরুজ্জামান শিমুল প্রমুখ।

এদিকে সংবাদকর্মীদের সাথে একাত্বতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, বিএনপি নেতা ব্যারিষ্টার জাকির হোসেন, খান মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, ফকির তারিকুল ইসলাম, শাহেদ আলী রবি, মাহবুবুর রহমান টুটুলসহ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

সাংবাদিক হায়াত উদ্দীন সম্প্রতি অনুষ্ঠিত বাগেরহাট পৌর বিএনপির সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন। এর আগে তিনি পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক এসএম হায়াত উদ্দিনকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি পেটা করে গুরুত্বর আহত করে একই এলাকার মোঃ ইসরাইল মোল্লা ও তার সহযোগিতারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্য বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সাংবাদিক হায়াতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও খবর