দেশজুড়ে

সাতক্ষীরা সীমান্তে অপরাধ দমনে বিজিবির মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ৪ অক্টোবর ২০২৫ , ৯:০৩:৩৬

সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন, মাদক প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

গত ০১ সেপ্টেম্বর থেকে ৩১ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা, ঝাউডাঙ্গা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপি এবং বাকাল ও ঝাউডাঙ্গা চেকপোস্ট এলাকায় বিভিন্ন মতবিনিময় ও জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

এই সভাগুলোতে কোম্পানি ও বিওপি কমান্ডারগণ সীমান্তবর্তী স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, চোরাচালানসহ সীমান্ত অপরাধ প্রতিরোধের বিষয়ে আলোচনা করেন। একইসাথে যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার জন্য মাদকদ্রব্যের কুফল সম্পর্কে সচেতন করা হয়।

সভাগুলোতে স্থানীয় মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষসহ প্রায় ২৫০০-২৮০০ জন অংশগ্রহণ করেন। বিজিবি কর্তৃপক্ষ এসময় সকলকে সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড না ঘটতে দেওয়ার আহ্বান জানান। অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করারও অনুরোধ করা হয়।

স্থানীয় জনগণ এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দেশের রাজস্ব রক্ষা, স্থানীয় শিল্প বিকাশ এবং তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষার জন্য বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ করেন।

আরও খবর