দেশজুড়ে

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মদসহ প্রায় ৮ লক্ষ টাকার মালামাল জব্দ

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ৪ অক্টোবর ২০২৫ , ৮:৫৪:৩৪

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে আবারও মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (০৪ অক্টোবর) দিনব্যাপী অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদসহ প্রায় সাত লক্ষ পঞ্চান্ন হাজার টাকার বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ করা হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের অধীনস্থ ঘোনা, মাদরা, কাকডাঙ্গা, তলুইগাছা, ভোমরা, কুশখালী এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে এসব মালামাল আটক করা হয়।

এর মধ্যে তলুইগাছা বিওপির একটি আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস থেকে আনুমানিক ৩০০ গজ ভেতরে কলারোয়া থানার তেতুলবাড়ি এলাকা থেকে ২০ বোতল ভারতীয় মদ আটক করে। একইসঙ্গে কাকডাঙ্গা, ঘোনা, মাদরা, ভোমরা, কুশখালী এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প থেকে ভারতীয় ঔষধ, শাড়ি ও অন্যান্য মালামাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে সাত লক্ষ টাকা।

বিজিবি জানায়, এসব মালামাল চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এই চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে মাদকগুলো পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য সংরক্ষণে রাখা হয়েছে।

স্থানীয়রা বিজিবির এই ধারাবাহিক অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, এতে দেশের রাজস্ব সুরক্ষার পাশাপাশি যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করা সম্ভব হবে। তারা এ ধরনের অভিযান আরও জোরদার করার আহ্বান জানান।

আরও খবর