মোঃ সেলিম উদ্দিন খাঁন, চট্টগ্রাম প্রতিনিধি: ৪ অক্টোবর ২০২৫ , ৮:৪৩:০৪
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে লোহাগাড়ায় মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী। শনিবার (৪ অক্টোবর ) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন পরিষদের ব্যানারে মহাসড়কের উপজেলা বটতলীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইন বাস্তবায়ন পরিষদের লোহাগাড়ার আহ্বায়ক মাস্টার মো. ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট ফরিদ উদ্দীন খান। চট্টগ্রাম জজ কোর্টের সহকারি পাবলিক প্রসিকিউটর এডভোকেট রেজাউল করিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব নাছির উদ্দীন মিজান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক নাছির উদ্দীন,বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ চৌধুরী,বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি হামিদুর রহমান, এনসিপি লোহাগাড়া উপজেলা প্রধান সমন্বয়কারী জহির উদ্দিন,যুগ্ম সমন্বয়কারী রিদওয়ান রাইহান,নিরাপদ সড়ক চাই লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম সাগর,লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, লোহাগাড়া উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হোসেন মেহেদী,ডাকসু হল সংসদ সদস্য শাহেদ ইমন, যুবনেতা মিজানুর রহমান, সাংবাদিক খলিলুর রহমান, আরিফুল্লাহ চৌধুরী, আরিয়ান হাসান, নজরুল ইসলাম প্রমুখ।এছাড়াও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ লোহাগাড়ার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।মানববন্ধনে লোহাগাড়ার বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন। মহাসড়কটি ৬ লেনে দ্রুত বাস্তবায়ন করা না হলে মহাসড়ক অচল করে দেওয়ার হুশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।