জাতীয়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরায় র্যাব-৬ এর নিরাপত্তা ব্যবস্থা

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ১ অক্টোবর ২০২৫ , ১০:৩১:৫১

মহালয়া থেকে শুরু করে দশমী পর্যন্ত- হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্ন করতে র‌্যাব-৬ সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

সাতক্ষীরায় পূজামণ্ডপ ও মন্দির ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, শুধুমাত্র শহর নয়, প্রত্যন্ত গ্রামাঞ্চলেও সমান গুরুত্বে নিরাপত্তা নিশ্চিত করতে টহল দল, কুইক রেসপন্স টিম ও বোম্ব ডিসপোজাল টিম মাঠে কাজ করছে। পাশাপাশি রয়েছে ড্রোন মনিটরিং ব্যবস্থা।

শনিবার বিকেলে জেলা কেন্দ্রীয় মন্দির ও উত্তর কাটিয়া সার্বজনীন দুর্গাপূজা মন্দির পরিদর্শনে গিয়ে র‌্যাব-৬ এর অধিনায়ক কমান্ডার মুহাম্মদ শাহাদাত হোসেন বলেন—শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে সাদা পোশাকে র‌্যাব সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব সবসময় প্রস্তুত থাকবে। এ সময় তিনি স্থানীয়দেরও সহযোগিতা কামনা করেন।

র‌্যাব-৬ এর পক্ষ থেকে জানানো হয়েছে, পূজা চলাকালে কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ র‌্যাব বা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হচ্ছে।

সাতক্ষীরায় পূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে র‌্যাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।

আরও খবর