“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে সমবায় দিবস উৎযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ই নভেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ বিরামপুর এর আয়োজনে সহকারি কমিশনার (ভুমি) নাজিয়া নওরীন এর সভাপতিত্বে জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত হয়।
পরে র্যালী শেষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম সভাকক্ষে আলোচনা সভায় সমাবেত হয়।
এতে বক্তব্য রাখেন বিরামপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বাবু শিশির কুমার, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল, বৈষম্য ছাত্র আন্দোলনের সম্বনয়ক বাদশা মোহাম্মদ নাজ্জাসী, ধানজুড়ি মিশন সমাবায় সমিতির সভাপতি হিলারিইজ হেম্রম, সমবায় সদস্য কেরবীন হেম্রম প্রমুখ।
এর আগে ৫৩ তম জাতীয় সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার রকিবুল হাসান।
সভাপতির বক্তব্যে সহকারি কমিশনার (ভুমি)মীজ নাজিয়া নওরীন বলেন, সমবায় সমিতি প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছে। সমবায় সমিতির মাধ্যমে ক্ষুদ্র ও বৃহৎ ঋণ দিয়ে জনগণকে সেবা দিয়ে আসছে। এতে অনেক সুফল পাচ্ছে উপকারভোগীরা।
এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কু্ল-কলেজের প্রধান, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সমবায় সমিতির সভাপতি/সম্পাদক, সুধীজন, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।