রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা পরিদর্শন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম শামিমুল হক সিদ্দিকী। বৃহস্পতিবার ( ৩১ অক্টোবর) সকাল ১০:০০ উপজেলায় পৌঁছালে স্বাগত জানান উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা। পরে উপজেলা প্রশাসন, নীলাদ্রি রিসোর্ট, শিল্পকলা ও পাংখোয়া পাড়ায় পাড়া কেন্দ্র, রাস্তাসহ বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম পরিদর্শন করেন। এবং তাদের সঙ্গে মত বিনিময় করেন।
এসময় সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর ভাইস চেয়ারম্যান (যুগ্নসচিব) রিপন চাকমা, নির্বাহী প্রকৌশলী (সিভিল) তুষিত চাকমা। এছাড়াও
উপস্থিত ছিলেন সচিবের সঙ্গে আসা উর্ধ্বতন কর্মকর্তা ও সফরসঙ্গী।