টপ টেন

খুলনার রূপসায় জে কে এস গার্লস স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  কাজী আতিক, খুলনা প্রতিনিধিঃ ২২ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৩৮:৩২

খুলনার রূপসা উপজেলার জে কে এস গার্লস স্কুলে এক আনন্দঘন পরিবেশে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অভিভাবক সমাবেশ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় দুর্জ্জীমহল জে কে এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল,শিক্ষা ও জ্ঞান অর্জনের গুরুত্ব বিশদভাবে তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষা কেবল পুঁথিগত বিদ্যা নয়, এটি মানুষের ভেতরের মনুষ্যত্ব ও দেবত্ববোধকে জাগ্রত করে। তিনি শিক্ষার্থীদের জ্ঞান তৈরি ও বিতরণের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধ হওয়ার আহ্বান জানান। জনাব হেলাল মাদার তেরেসা ও ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জীবন থেকে উদাহরণ দিয়ে শিক্ষার্থীদের মানবসেবার প্রতি উৎসাহিত করেন।তিনি বলেন,শিক্ষা হলো প্রত্যেক মানুষের মধ্যে থাকা দেবত্বকে জাগিয়ে তোলা।
শিক্ষার্থীদের উদ্দেশে একটি গল্প প্রসঙ্গে আজিজুল বারী হেলাল গল্পের মাধ্যমে তিনি ভালোবাসা এবং হারানোর বেদনার চিরন্তন বার্তাকে তুলে ধরেন। আব্দুল কালাম আজাদের একটি উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, শুধুমাত্র ইহজাগতিক শিক্ষাই নয়, পারলৌকিক শিক্ষা এবং আধ্যাত্মিক জ্ঞানও অর্জন করা প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের নিজ নিজ ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে পূর্ণাঙ্গ শিক্ষা অর্জনের কথা বলেন।
শিক্ষার্থীদের ভুল করা থেকে না ঘাবড়ানোর কথা উল্লেখ করে জনাব হেলাল বলেন, ভুল থেকেই মানুষ শেখে এবং নিজেকে নিখুঁত করে তোলে। টমাস আলভা এডিসন ও আলেকজান্ডার ফ্লেমিংয়ের উদাহরণ দিয়ে তিনি বলেন, ভুল মানুষকে নতুন কিছু আবিষ্কারের পথ দেখায়। এছাড়া, তিনি শিক্ষার্থীদের মনের চোখ খোলার কথা বলেন এবং বার্ট্রান্ড রাসেলের উদ্ধৃতি দিয়ে বলেন, “মাছির মতো চোখ নয়, মনের চোখ বাড়াতে হবে।” মনের চোখ বাড়ানোর জন্য বই পড়ার বিকল্প নেই উল্লেখ করে তিনি স্কুলের লাইব্রেরিটিকে আরও সমৃদ্ধ করার জন্য বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মাসুম বিল্লাহ। রূপসা উপজেলার আইসিটি কর্মকর্তা মোঃ ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম ও বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শিহাবুল ইসলাম।এছাড়াও খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাঁন জুলফিকার আলী জুলু, আতাউর হোসেন রুনুসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।এটি জে কে এস গার্লস স্কুলের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো, যেখানে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ও মানবতাবোধের গুরুত্ব আলোচনা করা হয়।

আরও খবর