টপ টেন

চন্দনাইশে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে: আহত ৬

  মোঃ সেলিম উদ্দিন খাঁন, চট্টগ্রাম প্রতিনিধি: ২১ সেপ্টেম্বর ২০২৫ , ৯:৩০:৩৭

চন্দনাইশে একটি মিনি কাভার্ডভ্যান ও একটি নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। গত রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার হাশিমপুর খাঁন বটতল মেসার্স মাইশা এন্টারপ্রাইজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে যায়। আহতরা হলেন- আনোয়ারা উপজেলার সিএনজি অটোরিকশা চালক আবদুল হাকিম (৪৫), মো. নেজাম উদ্দিন (৪০), সায়মা আক্তার সুমি (২৭), হাসান (১২), জান্নাতুল ফেরদৌস (৮), ওয়ারিয়া জান্নাত (৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোহাজারী হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দেন। দোহাজারী হাসপাতাল থেকে সিএনজি অটোরিকশা চালক আবদুল হাকিমকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দোহাজারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবদুল্লাহ শাহরিয়ার মিশু জানান, দুর্ঘটনায় আহত ৪ জনকে তাদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুল আলম জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। কাভার্ডভ্যানের চালক ও হেলপার পলাকত রয়েছে। এই ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও খবর

জমিয়ত নেতার খুনিদের গ্রেফতারের দাবিতে সিলেট সুনামগঞ্জ সড়ক ব্লকেড

সুনামগঞ্জের মধ্যনগর ও দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে ২৩ টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। যার আনুমানিক মুল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানায়,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বাঁশতলা বিওপির টহল দল দক্ষিণ কলোনী নামক এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ২০লাখ ৯০হাজার টাকা। অপর দিকে,জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মাটিরাবন বিওপির টহল দল কড়াইবাড়ী এলাকা থেকে বুধবার রাতে ৮টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৫, লক্ষ ৬০ হাজার টাকা। এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে,কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আগামী ৬ সেপ্টেম্বর মনোহরদীতে পল্লী চিকিৎসক কনফারেন্স

তালা-কলারোয়া আসনে বিএনপির ৪ নেতার মনোনয়ন প্রত্যাশা

কোথায় কীভাবে পাবেন জমির ডকুমেন্ট?

সাতক্ষীরায় জাতীয়াতাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা