টপ টেন

সাতক্ষীরা সরকারি কলেজে সাইকেল চোর আটক

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ২১ সেপ্টেম্বর ২০২৫ , ৯:২০:৩৪

সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে সাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়েছে জামিল হোসেন (২৫) নামে এক চোর।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কলেজের ভেতরে সাইকেল চুরির চেষ্টা করার সময় দ্বিতীয় গেটম্যান আব্দুর রাজ্জাকের তৎপরতায় তাকে আটক করা হয়। এ সময় কলেজের শিক্ষার্থী ও পথচারীরাও সহযোগিতা করেন।

আটক জামিল সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড় এলাকার জাকির হোসেন গাজীর ছেলে। তিনি নিজেই স্বীকার করেছেন যে সে পেশাদার সাইকেল চোর।এর আগেও ৪-৫ টা সাইকেল চুরে করেছে।বর্তমানে তার নামে একাধিক মামলা রয়েছে। বর্তমানে তাকে কলেজ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

গেটম্যান আব্দুর রাজ্জাকের একটা তৎপরতায় তাকে আটক করা হয়

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, জামিলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ জানানো হয়েছে।

আরও খবর