নিজস্ব প্রতিনিধিঃ ২১ সেপ্টেম্বর ২০২৫ , ১:৩৮:৪২
বিশ্ব বাঁশ দিবস ২০২৫ উপলক্ষে আজ রাজধানীর তুলা উন্নয়ন বোর্ডে Agro Link Advancement Platform-এর উদ্যোগে এক বিশেষ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব (পিআরএল) জনাব জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিশ্ব বাঁশ দিবস কেবল একটি উদ্ভিদকে স্মরণ করার দিন নয়, বরং এটি আমাদের ভবিষ্যতের জন্য এর অসীম সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার সময়।” তিনি আরও বলেন, দেশের অর্থনীতি, পরিবেশ, সমাজ ও সংস্কৃতিতে বাঁশের গুরুত্ব অপরিসীম।
বক্তব্যে তিনি উল্লেখ করেন, বাঁশজাত পণ্যের অভ্যন্তরীণ বাজার মূল্য বছরে প্রায় ১,৫০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। খাট, ঝুড়ি, চালুনি, আসবাবপত্র, পাটি, এমনকি কাগজ তৈরিতেও বাঁশ ব্যবহার হচ্ছে। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারেও এর ব্যাপক সম্ভাবনা রয়েছে। চীনে বাঁশ শিল্পের বার্ষিক বাজার মূল্য প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশকেও অনুপ্রাণিত করতে পারে সঠিক শিল্পায়নের মাধ্যমে বৈশ্বিক বাজারে প্রবেশের জন্য।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, বাঁশ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল উদ্ভিদ, যা দিনে ২৪ থেকে ৩৬ ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। গবেষণায় দেখা গেছে, বাঁশ প্রতি হেক্টরে বছরে প্রায় ১২ টন কার্বন ডাই-অক্সাইড শোষণ করতে সক্ষম, যা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এক কার্যকর ভূমিকা রাখে।
এছাড়াও, আলোচনায় উঠে আসে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের অবদান—যারা দীর্ঘদিন ধরে বাঁশের নতুন জাত নির্বাচন, বীজতলা ও চারা উৎপাদন, দ্রুত বৃদ্ধির কৌশল, এবং রোগবালাই নিয়ন্ত্রণ নিয়ে কাজ করে যাচ্ছে।
বক্তারা বলেন, সময় এসেছে বাঁশকে কেবল একটি গাছ হিসেবে নয়, একটি “সবুজ সম্পদ” ও অর্থনৈতিক সম্ভাবনার প্রতীক হিসেবে দেখার। প্রয়োজন কার্যকর নীতি, গবেষণা সহযোগিতা এবং বিনিয়োগ।