মোঃ সেলিম উদ্দিন খাঁন, চট্টগ্রাম প্রতিনিধি: ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ১১:৩৭:৫০
চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার অন্যতম ব্যস্ততম সড়কটি আজ যেন এক মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই এই মহাসড়কে ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা।
মহাসড়কের পটিয়া নয়াহাট গ্যাস পাম্পের সামনে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে জড়িত দুটি বাস হলো ঈগল পরিবহন ও হানিফ পরিবহন। সংঘর্ষে উভয় বাসই দুমড়ে-মুচড়ে মহাসড়কের মধ্যখানে আটকে যায়। এতে দীর্ঘ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুর্ভোগে পড়েন যাত্রীরা।
আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পটিয়া হাসপাতালে ভর্তি হওয়া আহতদের মধ্যে রয়েছেন- সাতকানিয়ার নাইম উদ্দিন (২২), লোহাগড়ার আলিফ (২২), রাঙ্গুনিয়ার সৌরভ (২৪), পটিয়ার জিরি এলাকার মানিক (২৩), লোহাগড়ার প্রফেসর আহমদ কবির (৪৮), লোহাগড়ার আসিফ (৩০), রাঙ্গুনিয়ার ইসফাকুল ইসলাম (২৪), পটিয়ার ফকিরপাড়ার নাছির উদ্দিন (৪৫), বোয়ালখালীর আলী হায়দার (২৬), সাতকানিয়ার ইসমাইল (২৯), ডুলহাজারা মালুমঘাটের জালাল উদ্দীন (২৫), চকরিয়ার হারবাং এলাকার নুর বানু (১৮) ও পটিয়ার উত্তর দেওয়াং এলাকার মানিক (২৩)। প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম রানা বলেন, দুই বাসের তীব্র সংঘর্ষে প্রায় ৩০ থেকে ৪০ জন যাত্রী আহত হয়েছেন।স্থানীয়রা আহতদের উদ্ধার করেন।
পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, রাত সাড়ে ৮টার দিকে ঈগল পরিবহন ও হানিফ পরিবহনের দুই বাস মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার কারণে যান চলাচল এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি।