দেশসেরা রাজশাহী কলেজে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১২ টা থেকে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্দ্যোগে ও একঝাক শিক্ষার্থীদের অংশগ্রহনে কলেজের একাংশের পরিষ্কার করা হয়।
এসময় রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, জুলাই বিপ্লবের গণঅভ্যুত্থানের পর পরিষ্কার-পরিচ্ছন্নবিহীন জরাজীর্ণ হয়ে পড়েছে কলেজটি। শিক্ষার্থীরা শুধু আন্দোলনের মাঠে সীমাবদ্ধ নেই বরং তারা পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো সুন্দর বিষয়ে মনোনিবেশ হয়েছে। শিক্ষার্থীরা এখন জাতিকে পথ দেখাচ্ছে। তারা দেশের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, জঞ্জাল সব পরিষ্কার করতে উদ্যোগী হয়েছে। যার ফলে কলেজের আগের যে পরিবেশ সেটি ফিরিয়ে আনার জন্য আজকে থেকে আমরা এ উদ্যোগ গ্রহন করেছি। কলেজের সুন্দর পরিবেশ রক্ষার্থে আশা করছি সাধারণ শিক্ষার্থীরা আমাদের এ কর্মসূচীতে সহযোগিতা করবে। এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান নিয়মিত সপ্তাহে ৫ দিন অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।
পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, ছাত্রদলের এ উদ্যোগ সত্যি প্রশংসনীয়। কারন এতে আমাদের সবুজ ক্যাম্পাস পুনরায় নিজস্ব প্রাণ ফিরে পাবে। এ ধরনের উদ্যোগ কলেজের প্রশাসনের কাজে সহযোগিতা করতে সকল শিক্ষার্থীকে উৎসাহিত করবে। সেই সাথে আমরা আমাদের প্রিয় ক্যাম্পাসকে সুন্দর পরিবেশ উপহার দিতে পারব এবং সকলের সহযোগিতায় যেকোনো ক্রান্তিলগ্নে আমরা একত্ব হয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারব।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী কলেজের সমন্বয়ক জুবায়ের রশিদ, সামিউল ইসলাম, শিক্ষার্থী জারিফ হোসেন, রুহুল আমিন, জাহিদ হাসান, জুবায়েদ হাসান, নাজিম, মাসুম, আতিকুর, জনি, মুসা, উজ্জল সহ অন্যান্যরা।