ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় ডুমুরিয়া স্বাধীনতা চত্বর থেকে নিরাপদ সড়ক চাই সংগঠনের ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল এর নেতৃত্বে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডুমুরিয়া বাজার বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। র্যালি শেষে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার উপদেষ্টা মন্ডলির সদস্য মোল্লা মোশাররফ হোসেন মফিজ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, খুলনা জেলা ট্রাফিকের টিআই মোঃ আনিসুজ্জামান রহমান,খর্ণিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক,ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সরদার শরিফুল ইসলাম, ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি কাজী আব্দুল্লাহ, ডুমুরিয়া নিসচা উপদেষ্টা মন্ডলির সদস্য,অধ্যাপক আলহাজ্ব আঃ কাইউম জমাদ্দার।
এসময় আরও উপস্থিত ছিলেন, নিসচা পৃষ্ঠপোষক মোঃ এনায়েত হোসেন শেখ,সংগঠনের সহ-সভাপতি শাহজাহান জমাদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা মনিরুল ইসলাম, আসাদুজ্জামান মিন্টু, জুলফিকার আলী ভুট্টো,সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন,প্রচার সম্পাদক,খান আরিফুজ্জামান নয়ন, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক,জাহাঙ্গীর আলম মুকুল,সমাজ কল্যাণ সম্পাদক,আব্দুল্লাহ খান,যুব বিষয়ক সম্পাদক, গাজী সোহেল আহমেদ, কার্যকরী সদস্য মোঃ মমিনুর রহমান মনি, আব্দুল হক লিটন, নাসির উদ্দিন বাগাতী, এম এম আব্দুল জলিল, জুয়েল বিশ্বাস, মোঃ মহিতুর রহমান, তন্ময় অধিকারী, হাবিবুর রহমান খান, মোঃ মুজাহিদুল ইসলাম সেতু, মোঃ বিল্লাল হোসেন, মোঃ শাহরুজ্জামান সবুজ, এম এ জলিল, আব্দুর রহমান বেপারী, পরিবহন চালক শ্রমিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।