কাজী আতিক, খুলনা প্রতিনিধি: ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ১১:১৮:১৮
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে দলের সকল স্তরের নেতাকর্মীদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার বাস্তবায়নে খুলনা বিভাগীয় বিএনপির উদ্যোগে আজ এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, যিনি তারেক রহমানের বার্তা তুলে ধরে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার এবং দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আজিজুল বারী হেলাল তারেক রহমানের নির্দেশনা উদ্ধৃত করে বলেন, “ডাকসু নির্বাচনে সনাতন ধর্মালম্বী ভাইয়েরা বিএনপিকে ভোট দিয়েছেন। তাই তাদের নিরাপত্তা দেওয়া বিএনপির নৈতিক, রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব।” তিনি আগামী নির্বাচনকে কঠিন আখ্যা দিয়ে বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি বিএনপি জানালেও, এর ফয়সালা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত। হেলাল অভিযোগ করেন, আওয়ামী লীগ ও জামায়াত উভয়েই ষড়যন্ত্রের জাল বিস্তার করছে।ড. ইউনুসের বিরুদ্ধে আন্দোলনকে তিনি ‘জনগণের রক্তের সাথে বেইমানী’ আখ্যা দেন এবং বিএনপিকে গণতন্ত্র ও সার্বভৌমত্বের রক্ষক হিসেবে কাজ করার আহ্বান জানান।
হেলাল আরও বলেন, “তারেক রহমান বলেছেন, সরকারের কাছে যে মানদণ্ড আশা করেন, নিজেদেরও সেই মানদণ্ডে উন্নীত করতে হবে। জামায়াত ও পতিত ফ্যাসিবাদীরা যোগসাজশ করছে। বুদ্ধিমত্তার সাথে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।” তিনি পূজা মণ্ডপে শান্তি রক্ষায় প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “পূজা মণ্ডপগুলোতে হামলা চালিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। জামায়াত ইসলামীর মুখপত্র ইসলামিক টিভি বলছে, ‘পক্ষ নাকি ফরজ কাজ’। তাই প্রশাসনকে সজাগ থাকতে হবে।” তিনি ছাত্রশিবিরকেও গণরুম-গেস্টরুমে নির্যাতনের জন্য দায়ী করে বিএনপি নেতাকর্মীদের জামায়াতের ‘ডাবল ডিলিং’ সম্পর্কে সতর্ক থাকার এবং আগামী পূজা উৎসবে নিরাপত্তা নিশ্চিত করে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি খুলনার প্রশাসনের কাছে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপি সহায়তার আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। তিনি বলেন, বাংলাদেশ এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে এবং সংসদীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। তিনি সতর্ক করেন যে, দুষ্কৃতিকারীরা সুযোগের অপেক্ষায় রয়েছে, যারা নির্বাচনকে পেছাতে চায় এবং দেশের গণতন্ত্র ব্যাহত করতে চায়। অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, ছোট ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয়, যা একটি সুপরিকল্পিত অংশ।
বকুল বলেন, “পূজা সুন্দরভাবে উদযাপন করা স্বাভাবিক। তবে, যারা সুযোগ সন্ধানী এবং নির্বাচন বানচাল করতে চায়, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে।” তিনি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খুলনা, নড়াইল, মাগুরা এবং বাগেরহাটের প্রত্যন্ত অঞ্চলে এই সমস্যাগুলো বেশি হতে পারে বলে উল্লেখ করেন এবং স্বাধীনতা বিরোধীরা এখনো ঘাপটি মেরে বসে আছেন বলে মন্তব্য করেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে বকুল বলেন, একে অপরের ওপর দায়িত্ব না চাপিয়ে যার যার অবস্থানে থেকে সজাগ থাকতে হবে। জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দকে নিজ নিজ এলাকায় সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তিনি বিশ্বাস করেন, যদি সবাই নিজ নিজ দায়িত্ব পালন করে, তাহলে ষড়যন্ত্রকারীরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগ সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়কারী এম এ সালাম, নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশ, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, মাগুরা জেলা বিএনপির সভাপতি আলী আহমেদ, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি শরীফ উদ্দীন, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, মোজাফফর আলম, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, আবু জাহিদ ডাবলু, মনিরুল ইসলাম, মনোয়ার হোসেন, অ্যাডভোকেট কামরুল ইসলামসহ খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগরীর বিভিন্ন থানার বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। নেতৃবৃন্দ একমত হয়ে আগামী দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।