Uncategorized

যশোরে ৫টি স্বর্ণের বারসহ যুবক আটক

  জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি: ১৮ সেপ্টেম্বর ২০২৫ , ১:৪৩:৩৪

গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি ১১ লাখ টাকার স্বর্ণসহ এক যুবককে আটক করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৬টায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকীর নির্দেশনায় কোতয়ালী থানাধীন যশোর-খুলনা মহাসড়কের মুড়লীর মোড় বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় আটককৃত আসামির কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৬৯৭ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক করা হয় আবু বকর সিদ্দিক (২৬)-কে। তার বাড়ি ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্যামপুর থানাধীন গেন্ডারিয়া এলাকার ডিআইটি প্লটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

আটককৃত মালামালের আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে- স্বর্ণের বার: ১,১১,১১,৫৭৪ টাকা, মোবাইল ফোন: ৬৫,০০০ টাকা, পাওয়ার ব্যাংক: ১,৫০০ টাকা ও নগদ টাকা: ১ হাজার ৯শ টাকা। মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ১১ লাখ ৭৯ হাজার ৯৭৪ টাকা।

বিজিবি জানায়, আটক আসামি ও জব্দকৃত স্বর্ণ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

আরও খবর