টপ টেন

সুনামগঞ্জ সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় ১৪টি গরু জব্দ

  সুনামগঞ্জ প্রতিনিধিঃ ১৭ সেপ্টেম্বর ২০২৫ , ৬:৫১:১৯

ভারত থেকে চোরাই পথে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সীমান্ত এলাকা দিয়ে আসা ১৪টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর আনুমানিক মূল্য ১২ লাখ টাকার বেশি।
বুধবার (১৭ সেপ্টেম্বর)ভোর রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাও এলাকা থেকে জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে,উপজেলার বাঁশতলা বিওপির টহলদল সীমান্তের জুমগাঁও এলাকা দিয়ে অবৈধভাবে আনার সময় গোপন সংবাদের ভিত্তিত্বে বাশঁতলা বিওপির টহলদল মালিক বিহীন অবস্থায় এসব গরু জব্দ করে। জব্ধ করা গরুর চালান প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে শুল্ক কার্যালয়ে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. ক. জাকারিয়া কাদির জানান,আটক গরুর আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান এবং গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। আটক গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও খবর